Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যাংক কর্মকর্তা আহত, ছিনতাইকারী আটক

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০২ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০২ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাবেক ব্যাংক কর্মকর্তা ফয়জুল কবির (৫৫) গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় ভৈরব শহরের নিউটাউন এলাকায় ঘটনাটি ঘটে।

তাকে প্রথমে আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে অবস্থা গুরুতর বলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সময় জনগণ তাৎক্ষণিক ছিনতাইকারী বাবুল মিয়াকে (১৮) ধরে ভৈরব থানা পুলিশে সোপর্দ করে। তার বাবার নাম ইনসান উদ্দিন এবং বাড়ী ময়মনসিংহে।

এই ঘটনায় আহতের পক্ষে তার পরিবার শনিবার (১৬ ফেব্রুয়ারি) একটি মামলা করে এবং ছিনতাইকারী বাবুলকে কিশোরগন্জ আদালতে চালান দেয়া হয়।

জানা গেছে, অগ্রণী ব্যাংক, ভৈরব শাখার সাবেক কর্মকর্তা ফয়জুল কবির শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ভৈরব বাজার থেকে তার বাসা আমলাপাড়া এলাকায় যাওয়ার পথে ছিনতাইকারী বাবুল তার কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা জোর করে নিতে চাইলে সে বাধা দেয়। এসময় তাকে ছুরিকাঘাত করে সে পালিয়ে যেতে চাইলে জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)  বাহালুল খাঁন বাহার জানান, ঘটনার পর তাকে পুলিশ গ্রেফতার করে। ঘটনাটি তদন্ত করে ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। 


 

Bootstrap Image Preview