Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘সরকার শিক্ষার গুণগতমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন’

ইমাম হোসেন, মীরসরাই প্রতিনিধি:
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০১ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০১ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার শিক্ষার গুণগতমান ও অবকাঠামোগত উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

গতকাল (শনিবার) দিনব্যাপী মিরসরাই উপজেলার মসজিদিয়া জব্বারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ বর্তমান সরকারের এক যুগান্তকারী প্রদক্ষেপ।

বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উৎযাপন পরিষদের সভাপতি এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী সভাপতিত্বে এবং উৎযাপন পরিষদ সম্পাদক মাহফুজুল হক, সাইফ উদ্দিন ফরহাদ এবং রোকসানা আক্তার লিপি যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান এমডি.এম. কামাল উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চট্টগ্রামের ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক  শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এ. জে. এম শহিদুল্লাহ্, উপজেলা আ’লীগের সভাপতি শেখ আতাউর রহমান, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম সহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানের “উৎসের সন্ধানে” নামক একটি স্মরণীকা প্রকাশ করা হয় এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

Bootstrap Image Preview