Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইলিয়াস পত্নী লুনার শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৩ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৬ PM

bdmorning Image Preview


নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লুনার খোঁজ খবর রাখছেন।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি  নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে তিনি অনেকটা সুস্থবোধ করছেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ডা. মনোয়ারা আনিসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

শায়রুল কবির বলেন, লুনা তার সুস্থতার জন্য দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলম হোসেন, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনার সুস্থতা কামনা করেছেন।

Bootstrap Image Preview