Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে নদী পড়ের গাছ কেটে নেয়ার অভিযোগ

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি প্রতিনিধি:
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪০ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪০ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাড়ামতি নদীর পাড় সংলগ্ন ইউক্যালিপ্টাস গাছ কর্তনের অভিযোগ উঠেছে।

শুক্রবার চিকন মাঁটিয়া গ্রামের শহিদুল মাষ্টার নামে এক ব্যাক্তি এই গাছগুলো কর্তন করেছে বলে জানা যায়।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল বলেন, কুসুম্বা হাড়ামতি নদীর চিকিন মাঁটিয়া সুইচ গেটের পূর্ব পাশে নদীর পাড় সংলগ্ন ১৭ টি ইউক্যালিপ্টাস গাছ কর্তন করেছেন চিকন মাঁটিয়া গ্রামের শহিদুল মাষ্টার। এমন খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়েছি। এদিকে গ্রাম পুলিশ পৌঁছানোর আগেই সব গাছ সরিয়ে ফেলা হয়েছে বলেও জানান তিনি।

তবে গাছগুলো ব্যক্তি মালিকানাধীন নাকি সরকারি তা জানতে শহিদুলকে পরিষদে আসতে বলা হলেও সে আসেনি। সে কারণে শনিবার তাঁর নামে একটি নোটিশ পাঠানো হবে। পরে তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে

এদিকে শহিদুল মাষ্টার বলেন, নদীর পাড়ে গাছগুলো আমার মালিকানাধীন জায়গাতে রয়েছে।

তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে যে গাছগুলো কর্তন করা হয়েছে তা নদীর পাড় ঘেঁষা।

 

Bootstrap Image Preview