Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হরিপুরের সেই গ্রাম পুরুষ-শূন্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২০ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গরু জব্দ করাকে কেন্দ্র করে গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুরের বহরামপুর গ্রামে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে বিজিবির ছোঁড়া গুলিতে স্থানীয় তিন জন নিহত হওয়ার পর বহরামপুর গ্রামে এখন গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে।

সংঘর্ষের পর গ্রামটির পুরুষরা বা‌ড়ি-ঘর ছে‌ড়ে পা‌লি‌য়ে‌ছে। গ্রা‌মে নারী ও শিশুরা থাক‌লেও তাদের মধ্যেও বিরাজ করছে আতঙ্ক।

আজ শ‌নিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে ১১টার দি‌কে উপ‌জেলার বহরমপুর গ্রা‌মে বি‌জিবি গি‌য়ে তিনজন‌কে আটক করলে আতঙ্ক আরও বেড়ে যায় বলে জানিয়েছে গ্রামবাসীরা।

হ‌রিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ব‌লেন, ‘বি‌জিবি গ্রা‌মের তিনজনকে জিজ্ঞাসাবা‌দের জন্য বিওপি‌তে নি‌য়ে যায় এবং দুই ঘণ্টা পর তাদের ছে‌ড়ে দেয়।’

ঠাকুরগাঁও ৫০ বি‌জি‌বির অধিনায়ক লেফটেন্যান্ট ক‌র্নেল তু‌হিন মোহাম্মদ মাসুদ ব‌লেন,‌ ‘বি‌জি‌বি কাউ‌কে আটক ক‌রে‌নি।’

Bootstrap Image Preview