Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জিম্বাবুয়ের স্বর্ণখনি থেকে ২৪ জনের লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫০ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জিম্বাবুয়ের মেসোনাল্যান্ড ওয়েস্টপ্রদেশের স্বর্ণখনি থেকে ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় স্বর্ণখনির দুটি খাদ থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সরকার, গণপূর্ত ও জাতীয় গৃহায়ণমন্ত্রী জুলাই মোয়ো বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, গত মঙ্গলবার রাতে রাজধানী হারারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বর্ণখনিতে বাঁধ ভেঙে ৪০ মিটার গভীর খাদে পড়ে যায়। পরে উদ্ধারকাজ শুরু করা হয়।

তবে শুক্রবার এক বিবৃতিতে মোয়ো বলেন, রাতে ভারী বৃষ্টিপাতের কারণে ওই এলাকা প্লাবিত হয়েছে। তাই সেখানে আটকেপড়া জীবিতদের উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে।

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া এ ঘটনাকে ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে ঘোষণা করেছেন।

Bootstrap Image Preview