Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নটরডেম ছাত্র ইয়োগেন হত্যা মামলায় ১ আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৫ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৫ PM

bdmorning Image Preview


রাজধানীর সবুজবাগ এলাকায় নটরডেম কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী ইয়োগেন হত্যা মামলায় এক আসামিকে গ্রেফতার করছে র‍্যাব-৩।

রবিবার র‍্যাব-৩ এর এএসপি আবু জাফর ফেব্রুয়ারি দুপুরে ইয়োগেন হত্যা মামলার এক আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, 'রাজধানীর মুগদা এলাকা থেকে ইয়োগেন হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে এর থেকে বেশি তথ্য জানানো যাচ্ছে না। তবে বিকেল ৪ টায় কারওয়ান বাজারে অবস্থিত মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।'

উল্লেখ, গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর সবুজবাগ এলাকা থেকে নটর ডেম কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র শিক্ষার্থী ইয়োগেনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম কোতয়ালীর পাথরঘাটা এলাকার ম্যাকলিন গোন সালভেজের ছেলে। তিনি পুরান ঢাকার নারিন্দা এলাকায় একটি বাসায় মামাতো বোন শিপ্রার সঙ্গে থাকতেন । ইয়োগেন নটরডেম কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র ছিল।

এ ঘটনায় সবুজবাগ থানায় মামলা দায়ের করেছেন নিহতের বোন ডালিন সিল গুণন সালভোজ।

Bootstrap Image Preview