Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেখ রাসেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বইমেলা পরিদর্শন

আরাফাত ইসলাম শুভ, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৯ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১২ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


“জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার, প্রত্যেক শিশু পাবে শিক্ষার সমান অধিকার” এই ব্যানারে রাজধানীর শেখ রাসেল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বইমেলা পরিদর্শন করেছেন।  

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষকমণ্ডলীরা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মেলা প্রাঙ্গণে আসেন। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা দলবেধে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। 

শেখ রাসেল স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ আজিজুল হক জানান, নতুন প্রজন্মকে বইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। আমাদের স্কুলের উদ্যোগে শিক্ষকমণ্ডলীরা শিক্ষার্থীদের নিয়ে বইমেলায় এসেছি যাতে তারা জানতে পারে বইমেলায় কি কি ধরনের বই পাওয়া যায়।

এসময় অন্যান্যের মধ্যে শেখ রাসেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোঃ জাকির হোসেন, উপাধ্যক্ষ পিয়া আক্তার ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, শেখ রাসেল স্কুল এন্ড কলেজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট সমর্থিত এবং এতিম, গরিব ও সুবিধাবঞ্চিতদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে বিনা বেতনে পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান।

Bootstrap Image Preview