Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩০ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩০ PM

bdmorning Image Preview
প্রতীকী


দিনাজপুরের বিরামপুর রেল স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিরামপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার নন্দ দুলাল চক্রবর্তী জানান, স্টেশনের দক্ষিণ প্রান্তে রাজশাহীগামী ৩২ ডাউন উত্তরা রকেট মেইল ট্রেনেটি স্টেশন এলাকায় আসলে তাতে কাটা পড়ে ঐ যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫/৩৬ বছর, পরনে ফুলহাতা চেক সার্ট ও চেক লুঙ্গি ছিল।

বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর জিআরপি থানার উপ-পরিদর্শক মোকলেছার রহমান জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক সুরতহালে নিহত লোকটি সনাতনধর্মী বলে চিহ্নিত করেছেন।

তিনি আরো জানান, লাশটি দিনাজপুর মর্গে পাঠানো হবে এবং পরিচয় নিশ্চিতের জন্য তিনদিন পর্যন্ত হিমঘরে রাখা হবে।

Bootstrap Image Preview