Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবারও কার্ল মার্কসের সমাধিক্ষেত্রে হামলা

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫৬ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


লন্ডনে কার্ল মার্কসের সমাধিক্ষেত্রে আবারও হামলা চালিয়েছে দুস্কৃতকারীরা। একমাসের মধ্যে এটা দ্বিতীয়বারের হামলা।

শনিবার টুইটারে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, কার্ল মার্কসের মার্বেল পাথরের সমাধিস্তম্ভে লালকালিতে রাজনৈতিক স্লোগান লেখা রয়েছে।

সমাধিক্ষেত্রের ওপর তৈরি স্মারক স্তম্ভটির ওপর হামলা চালিয়ে সেটির ক্ষতিসাধন করা হয়েছে। তবে কে বা কারা এসব করেছে তা জানা যায়নি।

প্রসঙ্গত, জার্মান দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কস। তাকে 'ফাদার অব কম্যুনিজম' বলে অভিহিত করা হয়। তিনি তার জীবনের এক গুরুত্বপূর্ণ সময় লন্ডনে কাটান। ১৮৮৩ সালে মাত্র ৬৪ বছর বয়সে তিনি মারা যান। তাকে সমাহিত করা হয় লন্ডনের হাইগেট সমাধিতে। সেখানে 'ফ্রেন্ডস অব হাইগেট সেমিট্রি ট্রাস্ট' নামের একটি ট্রাষ্ট তার স্মৃতিস্তম্ভের দেখাশোনা করে।

Bootstrap Image Preview