Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২০ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২০ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার তালায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা, বিতর্ক প্রতিযোগিতা, সততা সংঘ পুর্নগঠন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘দুর্নীতির কুফল’ বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং ‘জনসচেতনতা দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহার সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিএল কলেজের প্রাক্তন অধ্যক্ষ শামছুন্নাহার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গাজী জাহিদুর রহমান প্রমুখ।

এসময় প্রতিযোগিতায় বিজয়ী দলের সকল সদস্যদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা জান্নাতুল ফেরদৌস।

Bootstrap Image Preview