Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ক্যানারে ভিতরে ছোট্ট শিশু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৭ AM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৭ AM

bdmorning Image Preview


লাগেজ স্ক্যানারের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই চমকে উঠলেন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।

গুটিসুঁটি মেরে বসে আছে কিছু একটা। ওটা কী! স্ক্যানিং শেষ হলে দেখা গেল বেরিয়ে আসছে একটি বাচ্চা শিশু! বয়স বছর পাঁচেক।

ঘটনাটি সম্প্রতি পূর্ব চিনের শানডং প্রদেশের জিনান এলাকার একটি রেল স্টেশনের। কিন্তু স্ক্যানারের ভেতর এলো কী করে বাচ্চাটি!

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যাত্রা শুরু করার আগে বাচ্চাটির বাবা-মা নজর রাখছিল ব্যাগগুলো যাতে হারিয়ে না যায় সেই দিকে।

আর বাবা-মায়ের সেই অন্যমনস্কতার সুযোগ নিয়েই দুরন্ত শিশুটি উঠে পড়ে স্ক্যানারের মেশিনের মধ্যে। স্ক্যানার পরীক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তারা হকচকিয়ে যান আচমকা এ ঘটনায়।

Bootstrap Image Preview