Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুহানার স্বপ্নের পুরুষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৪ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৪ PM

bdmorning Image Preview


বলিউড বাদশা শাহরুখ খানের একমাত্র মেয়ে সুহানা। বলিউডে পা না রাখলেও তিনি বেশ চর্চিত। নেটদুনিয়ায় বিশাল আলোচনার জায়গা দখল করে আছেন তিনিা

ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সুহানার প্রেম নিয়ে বলিমহলে বেশ ভালোই ফিসফাস হয়েছে। সে সম্পর্কের জল কতদূর গড়িয়েছিল, জানা নেই। এবার নতুন ক্রাশের খবর নিজেই ফাঁস করে সুহানা।

সাউথ কোরিয়ার পপতারকা, কাম অ্যাক্টর, কাম মডেল কিম জুন মেইয়ন, যিনি স্টেজে সাহু বলে অতি পরিচিত। সাহু ওরফে কিম জুন মেইয়ন একেবারে বহুমুখী প্রতিভা সম্পন্ন তরতাজা যুবক। শারীরিক আকর্ষণ তো আছেই। একাধারে গান লেখেন, গান করেন, অভিনয় করেন আবার মডেলিংয়েও সামনের সারিতে। দক্ষিণ কোরিয়ার বাসিন্দা এই সাহুই যে এই মুহূর্তে সুহানার বড়সড় ক্রাশ, তা স্পষ্টই বোঝা যাবে তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে। ইনস্টাগ্রামে সুহানা পোস্ট করেছেন সাহু’র আকর্ষণীয় একটি ছবি।

Bootstrap Image Preview