Bootstrap Image Preview
ঢাকা, ২৪ রবিবার, আগষ্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীর হামলার মাষ্টারমাইন্ড কামরান নিহত

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৩ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কাশ্মীরের ভারতীয় সেনাবহরে হামলার 'মাষ্টারমাইন্ড' জঙ্গীগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ-এর 'কমাণ্ডার' এবং পাকিস্তানি সন্ত্রাসী মাসুদ আজহারের প্রধান সহযোগী কামরান নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে পুলওয়ামাতে এক বন্দুকযুদ্ধে নিহত হন।

ভারতীয় নিরাপত্তাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ওই বন্দুকযুদ্ধে গাজী রসিদ নামের অপর এক সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি আফগানিস্তানের নাগরিক এবং আইইডি স্পেশালিষ্ট হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামাতে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ওই বাহিনীর অন্তত ৪৪ সদস্য নিহত হয়। জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করেছে।

Bootstrap Image Preview