Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্রাম না নিয়েই দেশে ফিরলেন মির্জা ফখরুল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৮ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৮ PM

bdmorning Image Preview


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি তার উত্তরার বাসভবনে যান।

মির্জা ফখরুল বলেন, শরীরটা ভালো যাচ্ছে না। ডাক্তাররা বিশ্রাম নিতে বলেছেন। কিন্তু চলমান রাজনীতির গতি-প্রকৃতির জন্য তা নেওয়া যাচ্ছে না। বিশ্রাম না নিয়ে দেশে ফিরেছি।

তিনি বলেন, অস্ট্রেলিয়ায় বড় মেয়ে পরিবারসহ থাকে। সেখানে যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারেননি।

গত ৪ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। সেখানে তিনি শারীরিক চেক আপ করেন।

২০১৫ সালে ১৪ জুলাই জামিনে কারাগার থেকে বেরিয়ে আসার পর ফখরুল বেশ কয়েকবার বিদেশে গিয়েছিলেন চিকিৎসার জন্য। নিউ ইয়র্ক, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে চিকিৎসা করান তিনি।

Bootstrap Image Preview