Bootstrap Image Preview
ঢাকা, ২৪ রবিবার, আগষ্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতের বিধানসভায় বিধায়কের কান্না

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৯ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের উত্তরপ্রদেশে বিধানসভায় সোমবার হঠাৎই হাউমাউ করে কেঁদে উঠেন এক বিধায়ক! সহকর্মীরা এসময় তার কান্না কিছুতেই থামাতে পারছিলেন না। আর তিনি হলেন, আজমগড়ের মেহনগর কেন্দ্রের বিধায়ক কল্পনাথ পাসোয়ান।

জানা যায়, সম্প্রতি কল্পনাথ পাসোয়ানের ১০ লাখ রুপি খোয়া যায়। একটি হোটেল থেকে সেই টাকা চুরি যায় বলে তার অভিযোগ। যদিও এ নিয়ে পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি তিনি।

কিন্তু সোমবার উত্তরপ্রদেশ বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সেই প্রসঙ্গ তোলেন কল্পনাথ। গোটা ঘটনার বর্ণনা দিতে গিয়েই কেঁদে ফেলেন সমাজবাদী পার্টির এই বিধায়ক।

বিধানসভায় কল্পনাথ বলেন, আমি 'হাউস'-এর কাছে হাতজোড় করে অনুরোধ করছি। এখানে বিচার না পেলে আমি কোথায় যাব? আমি মারা যাব। আমি খুব গরিব মানুষ। আমার টাকা ফেরত না পেলে আমি আত্মহত্যা করব।'

তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন পাশে বসে থাকা বিধায়করা। তবে ঠিক কী ভাবে ওই টাকা চুরি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ওই বিধায়ক।

Bootstrap Image Preview