Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল শহীদ মিনারের নিরাপত্তা পর্যবেক্ষণে যাবেন র‍্যাব মহাপরিচালক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৯ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আসন্ন আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস (২১শে ফেব্রুয়ারি) উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে শহীদ মিনারে যাবেন র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার(১৯ ফেব্রুয়ারি) দুপুর ০২ টার দিকে র‍্যাব কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে এই বিষয়ের উপর বিস্তারিত বিষয়গুলো নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন র‍্যাব মহাপরিচালক।

প্রসঙ্গত, র‍্যাবের যাত্রার পর থেকেই প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাদেশ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আসা সাধারণ মানুষের নিরাপত্তা এবং যেকোন ধরণের বিশৃংখলা ও সন্ত্রাসী কর্মকান্ড রোধকল্পে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাবও কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে আসছে।

উল্লেখ্য, সবশেষ ২০১৮ সালেও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কেন্দ্রীয় শহীদ মিনারে পাঁচটি সেক্টরে ভাগ হয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে।

Bootstrap Image Preview