মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবগঠিত ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির পরিচয় পর্ব সম্পন্ন হয় এবং মাভাবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোকপাত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চলনা করেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম।
অনুষ্ঠানে সহ-সভাপতি ড. মীর মোঃ মোজাম্মেল হক, ড. লুৎফুননেছা বারি, ধনেশ্বর চন্দ্র সরকার ও নুশরাত নাহিদা আফরোজ, কোষাধ্যক্ষ ড. এ. কে. ওবায়দুল হক, যুগ্ম-সম্পাদক ড. শামীম আল মামুন, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জসীম উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ আরঙ্গজেব আকন্দসহ সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।