বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ধুনট উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, তথ্য পাওয়া দেশের সব জনগণের অধিকার। তাই বর্তমান সরকার এ আইন বাস্তবায়নে কাজ করছে। আইনটি বাস্তবায়ন হলে জনগণের সঙ্গে সরকারের নিবিড় সম্পর্ক গড়ে উঠবে। একই সঙ্গে এই প্রশিক্ষণের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দফতরগুলোর কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইউপি সচিবগণ অংশ নেন।