Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘জোহা বনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচন সভা

রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৫ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৮ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ ড. শামসুজ্জোহার ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'জোহা বনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এ আলোচনা সভার আয়োজন করে।

ছাত্রফ্রন্টের রাবি শাখার সাধারণ সম্পাদক আল আমীন প্রধান তারেকের সভাপতিত্বে ও সদস্য রিদম শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক ড. এম আমীরুল ইসলাম কনক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলার সমন্বয়ক কমরেড আলফাজ হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সদস্য ও রাবি শাখার সাবেক সভাপতি সোহরাব হোসেন, রাবি শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহতামীম রাফিদ খান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি যে চেতনা থেকে জোহা স্যার ছাত্রদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন সেখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি যোজন যোজন দূরে অবস্থান করছে। ছাত্র-শিক্ষক আজ বাণিজ্যের বিষে নীল। যখন যে দল সরকার গঠন করে তাদের তল্পিবাহক তবেদার শিক্ষকরা ধারণা দেয় প্রশাসনিক বিভিন্ন পদ পাবার জন্য। বিশ্ববিদ্যালয়েল স্বায়ত্ত্বশাসন আজ মুখ থুবড়ে পড়েছে। রাকসু নির্বাচন নেই প্রায় তিন দশক ধরে।

আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত্বশাসনের প্রশ্নে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের প্রশ্নে জোহা স্যারের চেতনাকে ধারণ করে ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

Bootstrap Image Preview