Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে জমা পড়েছে ১ হাজার ৬২৬ মনোনয়ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪২ AM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪২ AM

bdmorning Image Preview


দেশের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বীতিয় ধাপে শুরু হবে আগামী ১৮ মার্চ। এই নির্বাচনে ১২৪টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ হাজার ৬২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

সোমবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দ্বিতীয় ধাপের ৫ বিভাগের ১৬ জেলার ১২৪ উপজেলার তথ্য এসেছে। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪৮৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৭৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৬৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুয়ায়ী- প্রথম ধাপে আগামী ১০ মার্চ ৮৭ উপজেলার নির্বাচন। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১২৯ উপজেলার এবং তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ ১২৭ উপজেলার নির্বাচন হবে। এছাড়াও আগামী ৩১ মার্চ এবং ১৮ জুন চতুর্থ ও পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে শেষ দুই ধাপের নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি।

Bootstrap Image Preview