Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সরানো হলো সালমান মুক্তাদিরের অশ্লীল ভিডিও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৬ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৬ PM

bdmorning Image Preview


‘অভদ্র প্রেম’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে বেশ অশ্লীল দৃশ্যের কারণে সমালোচনার মুখে পড়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। অনেকটা বাধ্য হয়েই সেই ভিডিওটি সরিয়ে ফেলেছেন তিনি।

গত সোমবার (১৮ ফেব্রুয়ারি) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সালমানের অবস্থা জানতে চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বার। মূলত এরপরই গানটি সরিয়ে ফেলা হয়েছে। ‘সালমান দ্য ব্রাউন ফিস’ নামের চ্যানেলে এখন আর ভিডিওটির প্রমো ও ভিডিও কিছুই নেই।

এ প্রসঙ্গে সালমান মুক্তাদির বলেন, ‘বাংলাদেশ থেকে এই গানটি ব্লক করে রাখা হয়েছে। এই গানটি এখানকার ভিউয়ার্সরা নিতে পারছেন না বলে, আমি নিজেই ব্লক করে দিয়েছি। বাংলাদেশের বাইরের দর্শকরা দেখতে পারছেন গানটি।’

Bootstrap Image Preview