Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবি

রাশেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৫ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৫ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জেলার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দরা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টার সময় শহর চৌরাস্তায় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারি ফেডারশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় জেলার প্রায় দুই শতাধিক শিক্ষক ও কর্মচারী এ মানববন্ধনে অংশ নেয়। ঘণ্টাব্যাপি মানবন্ধনে বক্তারা নন- এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার জোর দাবি জানান সরকারের প্রতি। 

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সভাপতি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঠাকুরগাঁও জেলা শাখা, মোঃ শাহজাহান শওকত, সহ সভাপতি নুরুল সুপার, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বাবুল, অধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র রায় প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।  

Bootstrap Image Preview