Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে ইয়াবাসহ ৩ যুবক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৭ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজশাহীতে মহানগরের বড় বনগ্রাম চকপাড়া এলাকা থেকে  ৩১০ পিস ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহ মখদুম থানা পুলিশ তাদের আটক করে। 

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটকরা হলেন- মহানগরের শিরোইল কলোনির সাব্বির হোসেন (৩২), আসাম কলোনির জাহাঙ্গীর আলম (৩৩) ও দড়িখরবোনা ভাটাপুকুর এলাকার আজিম উদ্দিন (৩১)। 

জানতে চাইলে ওসি মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে বড় বনগ্রাম চকপাড়া এলাকার মাদকবিক্রেতা এখলাক হোসেন তুহিনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মাদক কেনাবেচা চলছিল। অভিযানে সাব্বির, জাহাঙ্গীর এবং আজিমকে ৩১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। কিন্তু বাড়ির মালিক তুহিন কৌশলে পালিয়ে যান।

তাদের বিরুদ্ধে মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview