Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে একুশে ফেব্রুয়ারিতে নিরাপত্তায় থাকবে ১৬ হাজার পুলিশ: ডিএমপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩২ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩২ PM

bdmorning Image Preview


একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগরীর নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এর মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তায় দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

আসাদুজ্জামান মিয়া বলেন, শহীদ মিনারের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন তা সব করা হচ্ছে। শহীদ মিনারে প্রবেশের আশপাশ এলাকার তল্লাশি চৌকি স্থাপন করা হবে। শহীদ দিবসের আগের দিন গোটা এলাকা সুইপিং করবে ডগ স্কোয়াড।

পোশাকধারী পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানান পুলিশ কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, শহীদ মিনার একটা পবিত্র জায়গা। এর পবিত্রতা রক্ষা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সকলকে বিনীতভাবে অনুরোধ জুতা পায়ে যাতে কেউ বেদীতে না ওঠেন এবং শৃঙ্খলা বজায় রাখেন। কোনো সংস্থা বা কাউকে বাণিজ্যিকীকরণের উদ্দেশ্যে কোনো ধরনের ব্যানার ফেস্টুন ব্যবহার করতে দেয়া হবে না।

Bootstrap Image Preview