Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইবিতে ৩ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

আহসান নাঈম, ইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৬ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৬ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ে অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চ সংলগ্ন আম বাগানে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিখ্যাক কথা সাহিত্যেক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হাসান আজিজুল হক, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক শামসুজ্জামান খান, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। 

উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার দোকান পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, এবারের মেলায় আমরা আশাব্যঞ্জক সাড়া পেয়েছি। সামনের দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, আমাদের দেশে বই মেলা ঢাকা ও শহরকেন্দ্রিক হয়ে গেছে। এটি যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামে-গঞ্জে ছড়িয়ে দিতে পারলে সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টি হবে। 

 

Bootstrap Image Preview