Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে তথ্য অধিকার আইন বিষয়ক সভা অনুষ্ঠিত

জুবায়ের রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৪ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৪ PM

bdmorning Image Preview


বগুড়া নন্দীগ্রামে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী আফিসার শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তথ্য কমিশনের সাবেক সচিব, মুহিবুল হোসেইন। 

এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি প্রমুখ।  

এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।  
 

Bootstrap Image Preview