নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো সমাবর্তন অনুষ্ঠান হতে যাচ্ছে। অন্যান্য পর্বের সাথে সাথে সমাবর্তনে গুরুত্বপূর্ণ একটি পর্ব হচ্ছে অ্যাওয়ার্ড প্রদান পর্ব। এ সময় দুই ধরনের অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। একটি হচ্ছে চ্যান্সেলর অ্যাওয়ার্ড, অন্যটি ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড হিসেবে গোল্ড মেডেল প্রদান করা হবে।
এবারে চ্যান্সেলর অ্যাওয়ার্ড পাচ্ছেন বিভিন্ন বিভাগের ছয় জন শিক্ষার্থী। তারা যথাক্রমে ২০০৮-০৯ থেকে শুরু করে ২০১৩-১৪ পর্যন্ত শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী ছিলেন।
শিক্ষার্থীদের তালিকা:
১/ ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী শুভ ভৌমিক। তিনি ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্টুডেন্ট আইডি হচ্ছে ASH 0902011M। তার সিজিপিএ ছিল ৩.৮৭।
২/ কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম। তিনি ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্টুডেন্ট আইডি হচ্ছে ASH-1001002M। তার সিজিপিএ ছিল ৩.৯২।
৩/ মাইক্রবায়োলোজি বিভাগের শিক্ষার্থী সুমিতা রানী সাহা। তিনি ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্টুডেন্ট আইডি হচ্ছে BKH1105043F। তার সিজিপিএ ছিল ৩.৮৯।
৪/ মাইক্রবায়োলজি বিভাগের শিক্ষার্থী নিক্কন সরকার। তিনি ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্টুডেন্ট আইডি হচ্ছে ASH-1205009M। তার সিজিপিএ ছিল ৩.৯২।
৫/ ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী আফসানা কবির দিপ্তি। তিনি ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্টুডেন্ট আইডি হচ্ছে BKH-1302061F। তার সিজিপিএ ছিল ৩.৯৪।
৬/ এগ্রিকালচারাল বিভাগের শিক্ষার্থী সাবিহা খান। তিনি ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্টুডেন্ট আইডি হচ্ছে BKH-1414054F। তার সিজিপিএ ছিল ৩.৯৮।
অন্যদিকে, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পাচ্ছেন ৫ জন শিক্ষার্থী। তারা যথাক্রমে ২০১১-১২ থেকে শুরু করে ২০১৫-১৬ পর্যন্ত শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছিলেন।
শিক্ষার্থীদের তালিকা:
১/ ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মোঃ শামসুল আলম পাটওয়ারী। তিনি ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্টুডেন্ট আইডি হচ্ছে ASH-1202MS111M। তার সিজিপিএ ছিল ৪.০০।
২/ ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান। তিনি ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্টুডেন্ট আইডি হচ্ছে ASH-1302MS101M। তার সিজিপিএ ছিল ৩.৯০।
৩/ মাইক্রবায়োলোজি বিভাগের শিক্ষার্থী মোঃঃ সাহিদুল ইসলাম। তিনি ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্টুডেন্ট আইডি হচ্ছে ASH-1405MS104M। তার সিজিপিএ ছিল ৪.০০।
৪/ মাইক্রবায়োলোজি বিভাগের শিক্ষার্থী সুমিতা রানী সাহা। তিনি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্টুডেন্ট আইডি হচ্ছে BKH-1505MS124F। তার সিজিপিএ ছিল ৩.৯৮।
৫/ মাইক্রবায়োলোজি বিভাগের শিক্ষার্থী নিক্কন সরকার। তিনি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্টুডেন্ট আইডি হচ্ছে ASH-1605MS106M। তার সিজিপিএ ছিল ৩.৯৮।
উল্লেখ্য, যারা অনার্সে সকল বিভাগের মধ্যে প্রথম হয়েছে তারা পাচ্ছে চ্যান্সেলর অ্যাওয়ার্ড। আর যারা মাস্টার্সে সকল বিভাগের মধ্যে প্রথম হয়েছে তারা পাচ্ছে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড।