সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জলবায়ু পরিষদের আয়োজনে ইউপি লেভেলে এফজিডি ভ্যালিডেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সিএসআরএল ঢাকার বাস্তবায়নে উপজেলা বিআরডিবি মিলনায়তনে জলবায়ু পরিষদ সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় ইউনিয়ন অনুযায়ী জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা ও সমাধানের বিভিন্ন বিষয়ে এফজিডি তৈরী ও উপস্থাপন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়া, উপজেলা পাউবো কর্মকর্তা মাসুদ রানা, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফ, জলবায়ু পরিষদ শ্যামনগরের সদস্য সচিব আশেক ই এলাহী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সিএসআরএল ঢাকার ফিল্ড ম্যানেজার সোয়েব চেীধুরী, ইউপি সদস্য রাম রঞ্জন, সিএসআরএল শ্যামনগরের কর্মকর্তা সুপর্ণা কর্মকার প্রমুখ।