Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সপ্তমবারের মত যশোর জেলার শ্রেষ্ঠ ওসি এম মশিউর

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৮ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৮ PM

bdmorning Image Preview


যশোরের শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান আবারো যশোর জেলার শ্রেষ্ঠ চৌকস অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। চলতি নতুন বছরের শুরুতে গত জানুয়ারি মাসের থানা ক্যাটাগরীতে জেলার ৯টি থানা, ৩০টি ক্যাম্প ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের মধ্যে তিনি এই শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুলিশ সুপার মইনুল হক (পিপিএম) তার হাতে এ সম্মাননা পদক তুলে দেন।

এসময় ৯টি থানার ওসিসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি আইজি পদকে ভূষিত হন ও ৬ বার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ার গৌরব অর্জন করেন।

এম মসিউর রহমান ১৯৯১ সালের ৮ জানুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীর ঢাকা ডিএমপিতে এসআই হিসেবে যোগদান করেন। তিনি চাকরি জীবনে ঢাকা ডিএমপি, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, মাদারীপুর, খুলনা ও সর্বশেষ যশোর জেলার শার্শা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত আছেন।

Bootstrap Image Preview