Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে পরকীয়া প্রেমিকার ছেলের ছুরিকাঘাতে প্রেমিকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০০ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


প্রেমের সম্পর্কে জড়িয়ে পাবনা থেকে হেলাল (৪২) নামে এক পরকীয়া প্রেমিকের সাথে ঢাকায় পালিয়ে আসে দুই সন্তানের জননী সাবিনা। ঢাকায় আসার পর ওই নারীর ছেলের ছুরিকাঘাতে হেলালের মৃত্যু অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার কামরাঙ্গীরচরের মাহাতাব গ্যাস পাম্প সংলগ্ন দিলু রোডের একটি টিনশেড বাড়িতে ছুরিকাঘাতে আহত হওয়ার পর হেলালকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা  করে চিকিৎসক।

দু’পক্ষেরই পরিচিত মিন্টু মিয়া নামে এক ব্যক্তি জানান, হেলাল ও সাবিনা দু’জনেই বিবাহিত এবং সন্তানের জনক-জননী থাকলেও পরকীয়া সম্পর্কে জড়ান। এরপর মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা থেকে পালিয়ে দু’জনে দিলু রোডের ওই টিনশেড বাড়িতে ওঠেন। 

সাবিনার ছেলে সানি খোঁজ পেয়ে বুধবার সকালে দিলু রোডের বাসায় এসে হেলালকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় মিন্টুসহ কয়েকজন হেলালকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই সাবিনা পালিয়ে যান। খুঁজে পাওয়া যাচ্ছে না সানিকেও। সাবিনা ছিলেন হেলালের বন্ধুর স্ত্রী বলে যোগ করেন মিন্টু।

এদিকে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া হেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview