Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চারতলার পানির ট্যাংক পড়ল শিক্ষার্থীদের মাথায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৫ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৫ PM

bdmorning Image Preview


রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক ভবনের চারতলা থেকে পানির ট্যাংক নিচে পড়ে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুলতান মাহমুদ, রুমী ও নাসরিন একাডেমিক ভবনের নিচে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় ভবনের চারতলা থেকে একটি পানির ট্যাংক তাদের মাথায় পড়ে। এতে গুরুতর আহত হন তারা। পরে অন্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় শ্রমিকরা পানির ট্যাংক পরিষ্কার করছিলেন। এ সময় অসাবধানতাবশত চারতলা থেকে পানির ট্যাংক নিচে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Bootstrap Image Preview