Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে খাদ্য ও বীজ সংরক্ষণের জন্য পারিবারিক সাইলো বিতরণ

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫১ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫১ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগরে খাদ্যশস্য ও বীজ সংরক্ষণের জন্য নির্ধারিত ৮ হাজার উপকারভোগীদের মাঝে পারিবারিক সাইলো (ড্রাম) বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এ সাইলো বিতরণ করা হয়।

সাইলো বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার।

বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার, উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শেখ সেলিম খাঁন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর, উপজেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ প্রমুখ।

জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে খাদ্য অধিদফতরের বাস্তবায়নে উপজেলার ১২টি ইউনিয়নে নির্ধারিত দরিদ্র কৃষকদের মধ্যে ৮০০০ পারিবারিক সাইলো বিতরণ করা হবে। পারিবারিক সাইলোর (ড্রাম) সুবিধাসমূহ হল এটি বায়ু ও পানি প্রবেশ প্রতিরোধক, আপদকালীন সময়ে পরিবারে জরুরী খাদ্য সরবরাহ করা যায়, পানির ভেতর ডোবানো অবস্থায়ও খাদ্যশস্য নষ্ট হয় না, প্রাকৃতিক দুর্যোগের সময়ও এর গুণগত মান নষ্ট হয় না।

Bootstrap Image Preview