Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হ্যান্ডকাপসহ পুলিশের হাত থেকে ডাকাতের পলায়ন

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৯ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৯ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার তালায় পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ দুর্ধর্ষ ডাকাত শাহিদুর রহমান ওরফে ডাবা পলায়ন করেছে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামের আমজাদ গাজীর পুত্র দুর্ধর্ষ ডাকাতি মামলার আসামি শাহিদুর রহমানকে তালা থানার এসআই মদন মোহন অধিকারীসহ সঙ্গীয় ফোর্স গ্রেফতার করে।

এরপর তাকে নিয়ে জেঠুয়া বাজারের কাছে আসলে পুলিশকে ফাঁকি দিয়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় সে পালিয়ে যায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিভিন্ন মামলার আসামি শাহিদুর রহমানকে আটকের পর থানায় নিয়ে আসার সময় সে পালিয়ে যায়। তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Bootstrap Image Preview