Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবিতে কুমিল্লা জেলা সমিতির সভাপতি জামসেদ, সম্পাদক কামরুল

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৮ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৮ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জামসেদ সবুজকে সভাপতি ও মার্কেটিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এক বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি শাহীন আলম, আসিফ সাজ্জাদ মিশু, আরিফ, তারেক, যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ফয়সাল আলম, সাংগঠনিক সম্পাদক শাইদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক এনামুল হক হৃদয়, সহ-অর্থ সম্পাদক ফয়সাল ফারহান, প্রচার সম্পাদক শাহরিয়ার তুর্য, সহ-প্রচার সম্পাদক ইফতি রহমান।

এছাড়াও ক্রীড়া সম্পাদক ফয়সাল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক সোলাইমান চৌধুরী, ছাত্রী বিষয়ক সম্পাদক ত্বন্নী, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক আঁখি, শিক্ষা সম্পাদক মোহাম্মদ শরীফ, সহ-শিক্ষা সম্পাদক সামির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল-ইমরান, সহ-সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহানা লিমা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিবুল্লাহ আফসারী, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পারভেজ হাসান।

জেলা সমিতির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি আবদুল হান্নান, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার, জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, শাখাওয়াত হোসেন প্রমুখ।

 

 

Bootstrap Image Preview