Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৬ ঘন্টা পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

মেহেদি হাসান, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৬ AM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৬ AM

bdmorning Image Preview


ঘন কুয়াশার কারণে ছয়ঘন্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে গতকাল রাত ১ টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, রাত ১ টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। পরে কুয়াশা কেটে গেলে সকাল ৮ টা থেকে ফেরি চলাচল শুরু করে। এ সময় মাঝ পদ্মায় আটকে পড়া ৭ টি ফেরি নিজ গন্তব্যে পৌছায় বলে সূত্রটি নিশ্চিত করে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় শিবচরের কাঁঠালবাড়ী ফেরি ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। 

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের টার্মিনাল সুপারভাইজার মো.ফিরোজ হোসেন জানান, হঠাৎ করেই আজ কুয়াশা পরায় ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল ৮ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

Bootstrap Image Preview