২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় সম্মিলিত কণ্ঠে পরিবেশন করা হয় 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।' প্রতি বছরের ন্যায় এবারও এই আয়োজনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়।
বুধবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান ভাষা শহীদদের স্মরণে এ মোমবাতি প্রজ্বলন করেন। মোমবাতির মাধ্যমে “অমর একুশে” লেখার প্রতিকৃতি তৈরী করা হয়। শোষকদের রক্তচক্ষু উপেক্ষা করে মাতৃভাষার জন্য জ্বলে ওঠা শহীদদের কথাই যেন স্মরণ করে দেয় জলন্ত মোমবাতির শিখা।
মোমবাতি প্রজ্বলনের সময় অধ্যক্ষের সঙ্গে উপস্থিত ছিলেন,উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক পিযুষ কান্তি ফৌজদার, সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান আশীষ কুমার স্যানাল, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুল ইসলামসহ শিক্ষার্থীরা।