Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের জন্য ১ লাখ টাকা দেবে শ্রম মন্ত্রণালয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪০ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৬ PM

bdmorning Image Preview


পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছে অন্তত ৭০ জন। এই ঘটনায় আহত শ্রমিকদের সংখ্যা অর্ধশতাধিক নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা ও আহত প্রত্যেককে চিকিৎসার জন্য দেওয়া হবে ৫০ হাজার টাকা সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন শ্রম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

হতাহতের এই ঘটনায় শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান গভীর সমবেদনা জানিয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দুর্ঘটনায় যে সকল শ্রমিক নিহত হয়েছেন, তাদের জন্য ১ লাখ এবং যে সব শ্রমিক আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়।

চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের চারতলা একটি বাড়িসহ ৫টি ভবনে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৫০ জন।

হতাহতদের অধিকাংশই পুরান ঢাকার ব্যস্ততম এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মী বলে ধারণা করা হচ্ছে।

Bootstrap Image Preview