বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচ বর্জনের দাবি আস্তে আস্তে জেরালো হচ্ছে। প্রথম দিকে এই দাবি তুলেছিলেন হরভজন সিং। এবার তার সুরেই সুর মেলালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তার মতে শুধু ক্রিকেট ম্যাচই নয়, পুলওয়ামা হামলার পর পাকিস্তানের সঙ্গে কোনও খেলাতেই মুখোমুখি হওয়া উচিত নয় ভারতের৷
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘পুলওয়ামার ঘটনার পর ভারতবাসীর মধ্যে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তা অত্যন্ত স্বাভাবিক এবং যথাযথ৷ এই ঘটনার পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা কখনোই সম্ভব নয়৷ আমার তো মনে হয় এই হামলার পর শুধু ক্রিকেটই নয়, হকি-ফুটবলের মতো অন্যান্য খেলা গুলিতেও পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামা উচিত নয় ভারতের৷’
আইসিসি বিশ্বকাপ প্রসঙ্গে সৌরভের মত, ‘এটা ১০ দলের বিশ্বকাপ৷ প্রতিটা দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে৷ তাই আমি মনে করি ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে একটা ম্যাচ নাও খেলে, তবে তাতে কোহলিদের বিশ্বকাপ অভিযান ব্যাহত হবে না৷ ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস, ভারতকে ছাড়া বিশ্বকাপ আয়োজন আইসিসির পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে৷ তবে এটা দেখতে হবে যে আইসিসির সিদ্ধান্তকে বদলানোর ক্ষমতা ভারতের আছে কি না৷ শেষমেশ যাই হোক না কেন, আমার মনে হয় পাকিস্তানকে একটা কড়া বার্তা দেওয়া প্রয়োজন৷’