Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বর্জনের কথা বললেন সৌরভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৬ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৬ PM

bdmorning Image Preview


বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচ বর্জনের দাবি আস্তে আস্তে জেরালো হচ্ছে। প্রথম দিকে এই দাবি তুলেছিলেন হরভজন সিং। এবার তার সুরেই সুর মেলালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তার মতে শুধু ক্রিকেট ম্যাচই নয়, পুলওয়ামা হামলার পর পাকিস্তানের সঙ্গে কোনও খেলাতেই মুখোমুখি হওয়া উচিত নয় ভারতের৷ 

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘পুলওয়ামার ঘটনার পর ভারতবাসীর মধ্যে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তা অত্যন্ত স্বাভাবিক এবং যথাযথ৷ এই ঘটনার পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা কখনোই সম্ভব নয়৷ আমার তো মনে হয় এই হামলার পর শুধু ক্রিকেটই নয়, হকি-ফুটবলের মতো অন্যান্য খেলা গুলিতেও পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামা উচিত নয় ভারতের৷’

আইসিসি বিশ্বকাপ প্রসঙ্গে সৌরভের মত, ‘এটা ১০ দলের বিশ্বকাপ৷ প্রতিটা দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে৷ তাই আমি মনে করি ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে একটা ম্যাচ নাও খেলে, তবে তাতে কোহলিদের বিশ্বকাপ অভিযান ব্যাহত হবে না৷ ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস, ভারতকে ছাড়া বিশ্বকাপ আয়োজন আইসিসির পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে৷ তবে এটা দেখতে হবে যে আইসিসির সিদ্ধান্তকে বদলানোর ক্ষমতা ভারতের আছে কি না৷ শেষমেশ যাই হোক না কেন, আমার মনে হয় পাকিস্তানকে একটা কড়া বার্তা দেওয়া প্রয়োজন৷’

Bootstrap Image Preview