স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েই টাইগারদের ওয়ানডে মিশন শেষ হলো। এবার তাদের সামনে টেস্ট সিরিজ। তাই ওয়ানডে স্কোয়াডে থাকা দলের খেলোয়াড়রা দেশে ফিরে আসছেন। প্রথম যাত্রায় দেশে আছেন ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। নিউজিল্যান্ড সময় দুপুর ১২টায় বিমানে উঠবেন তাঁরা।
এই তিন ক্রিকেটার দেশে আসার পর আগামীকাল ঠিক একই সময় রুবেল হোসেন ও সাব্বির রহমানও দেশে ফিরে আসবেন।
টাইগার টেস্ট দল: তামিম ইকবার, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোহাম্মদ মিথুন, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, সাদমান, মমিনুল হক, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি ও খালেদ আহমেদ।
উল্লেখ্য,স্বাগতিক কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ ফেব্রুয়ারি । দ্বিতীয় টেস্ট হবে ৮ মার্চ ও তৃতীয় টেস্ট হবে ১৬ মার্চ।