ওয়ানডে সিরিজে হারের বৃত্ত পূরণ করার পর এবার ভিন্ন ফরম্যাটে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৮ ফেব্রুয়ারি তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ। তবে এই সিরিজে বাংলাদেশর সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। তার জয়গায় বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন সৌম্য সরকার।
মৌস্যকে টেস্ট দলে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন চলতি সফরের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। গেল নভেম্বরে নিউজ ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে টেস্ট সিরিজে বাদ পড়েছিলেন তিনি।
এদিকে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরার বিমানে উঠেছেন তিন ক্রিকেটার। তারা হলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন আর ডানহাতি পেসার শফিউল ইসলাম। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় একটি ফ্লাইটে করে নিউজিল্যান্ড ছেড়েছেন তারা। আগামীকাল সাব্বির রহমান ও রুবেল হোসেন একই সময়ে রওনা হবেন।
এদিকে হাতের ইনজুরিতে দলের বাইরে থাকা সাকিব আল হাসানের সুস্থ হয়ে উঠতে আগামী ২ মার্চ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। এরপর পুনরাবাসন প্রকিয়ার আরো কিছূদিন সময় লাগবে। দতাই ৮ মার্চ থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও তাকে পাওয়া যাবে না। তবে তৃতীয় টেস্টে দলে ফিরতে পারেন তিনি।
টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, সৌম্য সরকার ও ইবাদত হোসেন।