শোকের মাসে আরেক শোকে নিস্তব্ধ হয়ে গেল গুটা দেশ। গতকাল বুধবার রাতে চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনে চারতলা বাড়িসহ কয়েকটি ভবনে আগুন লাগে। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে।
মৃত্যুর এই শোক দূর দেশে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সাবাইকেও এই ঘটনা ছুঁয়ে গেছে। নিউজিল্যান্ড থেকে চকবাজারের এই ঘটনা খোঁজখবর নিয়ে জাতীয় দলের পেস বোলার মোস্তাফিজুর রহমান শোকে আচ্ছান্ন,‘খবরটা শোনার পর থেকেই খুব খারাপ লাগছে, এত মানুষ মারা গেল! নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি আর যারা হাসপাতালে, তাদের জন্য দোয়া করি। এমন মর্মান্তিক দুর্ঘটনা থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন, সে দোয়াও করি।’
এছাড়াও তামিম ইকবাল সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, চকবাজার অগ্নিকাণ্ডে ভূক্তভোগীদের জন্য প্রার্থনা। আল্লাহ তাদের ধৈর্য ধরার শক্তি দেন।
বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে স্ট্যাটাস দেন রুবেল। তাতে তিনি লেখেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন .. আল্লাহ চকবাজারে যেন আর মৃত সংখ্যা না বাড়ে। চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে যে সমস্ত মানুষ মারা গিয়েছে মহান আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করেন.. হে আল্লাহ্ আপনি নিহতদের পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।