Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্পেনে ফিরেই হারের স্বাদ পেলেন রোনালদো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৩ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৫ PM

bdmorning Image Preview


শেষ ষোলোর প্রথম লেগে অ্যাথলেটিকোর মাঠে বুধবার মুখোমুখি হয়েছিল রোনালদোর জুভেন্টাস। তবে আট মাস পর স্পেনে কামব্যাকটা সুখকর হল না রোনালদো৷ স্পেনে ফিরে চ্যাম্পিয়নস লিগের মঞ্চে রোনালদোর জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এই হারের ফলে ১৩ মার্চ তুরিনে ফিরতি লেগের ম্যাচে নামার আগে লড়াই কঠিন করল জুভে৷

প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক খেলেও গোলের দেখা পায়নি৷ প্রথমার্ধে রোনালদোর দুরন্ত ফ্রি-কিকের সামনে তেকাঠি বাঁচিয়ে ক্লিনসিট রাখেন অ্যাটলেটিকো গোলকিপার ওবালাক৷ এরপর সতীর্থদের দিয়েও গোল করাতে চেয়েছিলেন। কিন্তু অ্যাথলেটিকোর জমাট রক্ষণ ভাঙতে পারেননি পর্তুগিজ তারকা। ম্যাচের শেষ প্রান্তেও হেডে গোল করার সুযোগ এসেছিল তার। কিন্তু টাইমিংয়ে গড়বড় হওয়ায় অ্যাওয়ে গোলের স্বাদ পাওয়া হয়নি রোনালদোর।

এরপর দ্বিতীয়ার্ধে প্রতিআক্রমণে চাপ বাড়াতে শুরু করে দুই পক্ষ৷ কোস্তার পরিবর্তে দ্বিতীয়ার্ধে নেমেই দলের হাল ধরেন মোরাতা৷ ৭৩ মিনিটে দুরন্ত হেডে গোল করেন মোরাতা৷ পরে ভিডিও রেফারির সাহায্য নিলে সেই গোল অবশ্য বাতিল হয়৷  গোল করার সময় জুভে ডিফেন্ডার চিয়েলিনিকে ধাক্কা দেওয়ার কারণে গোল বাতিল হয়৷

এর পাঁচ মিনিটের মধ্যেই জটলা থেকে গোল করে অ্যাটলেটিকোকে ১-০ এগিয়ে দেন অ্যাটলেটিকোর উরুগুয়ান সেন্ট্রাল ডিফেন্ডার জোসে গিমেনেজ৷ ৮৩ মিনিটে গ্রিজম্যানের ফ্রি-কিক থেকে পরে জুভের জাল কাঁপিয়ে স্কোরলাইন ২-০ করে দেন দিয়েগো গডিন৷

দুই উরুগুয়ানের ডিফেন্ডারের গোলেই মাদ্রিদে হোঁচট খেল রোনালদোর জুভেন্টাস। সেই সঙ্গে এদিন রেকর্ড অক্ষত রাখলেন অ্যাটলেটিকো কোচ সিমিওনে৷ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে সিমিওন জমানায় ঘরের মাঠে ম্যাচ না হারার রেকর্ড ধরে রাখল স্প্যানিশ ক্লাব৷

Bootstrap Image Preview