রাজধানীর যাত্রাবাড়ী বংশাল ও কেরানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দুপর ২টা পর্যন্ত র্যাব-১০'এর একটি দল এ অভিযান পরিচালনা করে। এবং তাদের কাছ থেকে ১৩টি মোবাইল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- মো. জুয়েল ওরফে সজীব (২০), জুয়েল হোসেন (২৬), মোছা. ফাতেমা বেগম (৩৩), আবু বক্কর মোল্লা (৪০), সাইদুল ইসলাম ওরফে মিরন মোল্লা (৩২) ও রানু বেগম (৪০)।
জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী বংশাল ও কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় কতিপয় অবৈধ ব্যবসায়ী জাল নোট তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে- এমন তথ্যের ভিত্তিতে তিনটি পৃথক দল অভিযান পরিচালনা করে।
কমান্ডার এএসপি মো. শাহীনুর চৌধুরী, এএসপি মো. আসাদুজ্জামান এবং এএসপি মো. শহিদুল হক মুন্সীর নেতৃত্বে কেরানীগঞ্জের বন্দর নজরগঞ্জের হাজী মো. আতিকুল্লাহ বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাটে, যাত্রাবাড়ীর শনির আখড়া ওভার ব্রিজের উত্তর-পশ্চিম পাশের ফুটপাতের উপর এবং বংশালের ১৬ নং রজনী বোস লেন ভাঙারি পট্টিতে অভিযান চালানো হয়।