Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী ডা. শফিক

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪০ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪০ PM

bdmorning Image Preview


পটুয়াখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন মেয়র প্রার্থী বর্তমান মেয়র ডা.শফিকুল ইসলাম।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মেয়র পদে স্বতন্ত্র হিসেবে সড়ে দাড়ানোর ঘোষণা করেন।  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান মেয়র ডা শফিকুল ইসলাম এসময় তার সমর্থকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীকে ঘরে ঘরে গিয়ে বঙ্গবন্ধুর নৌকা, আওয়ামী লীগের নৌকা, শেখ হাসিনা নৌকা’র পক্ষে কাজ করার আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শৈরেন চন্দ্র চন্দ, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহজাহান খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ (শাহজাহান ভুইয়া), শহর আওয়ামী লীগের সভাপতি শাহ জালাল খান, জেলা যুবলীগের আহবায়ক আরিফুজ্জামান রনি, যুবলীগ নেতা রফিকুল ইসলাম খোকন মৃধা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ভুইয়াসহ শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পরে শহরে একটি মিছিল বের করে মেয়র প্রার্থী কাজী আলমগীর। 

Bootstrap Image Preview