Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শত কোটির ঘরে ‘গাল্লি বয়’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪০ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪০ PM

bdmorning Image Preview


বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ভারতের তিন হাজার ৩৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় রণবীর সিং ও আলিয়া ভাট জুটির সিনেমা ‘গাল্লি বয়’। ‘সিম্বা’র সাফল্যের পর বক্স অফিসে শাসন জারি রেখেছে রণবীরের এই ছবিটি। জয়া আখতার পরিচালিত ‘গাল্লি বয়’ এখন ১০০ কোটির ঘরে পৌঁছে গেছে।

প্রথম দিনে বক্স অফিসে ছবিটি সংগ্রহ করে ১৯ কোটি ৪০ লাখ রুপি। মুক্তির তিন দিনে ভারতের বক্স অফিসে ‘গাল্লি বয়’ অতিক্রম করে ৫০ কোটি রুপি। চার দিনে ৭০ কোটি রুপি অতিক্রম করে, পাঁচ দিনে অতিক্রম করে ৮০ কোটি রুপি। এর আগে চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ জানিয়েছিলেন, অষ্টম দিনে শতকোটির ক্লাবে পৌঁছাবে এ ছবি। এবার পূর্বানুমান সত্য হলো। এছাড়া আন্তর্জাতিক বাজারে ভালো আয় করছে ছবিটি।

এই ছবিতে মুম্বাইয়ের বস্তিবাসী র‍্যাপারের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর। তাঁর পারফরম্যান্সে ভক্তরা সন্তুষ্ট। দর্শক, চিত্রসমালোচক ও বলিউড তারকারা ছবিটির ব্যাপক প্রশংসা করছেন। সুন্দর গল্প ও অনন্য পারফরম্যান্সের কারণে সবার মন জয় করেছে ‘গাল্লি বয়’। অনিল কাপুর, করণ জোহর, ক্যাটরিনা কাইফ, শিল্পা শেঠিসহ অনেকেই ছবিটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রণবীর সিং ও আলিয়া ভাটের অভিনয়ে মুগ্ধ সবাই।

উল্লেখ্য, টাইগার বেবি প্রোডাকশনস ও এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কালকি কোয়েচলিন, সিদ্ধান্ত চতুর্বেদি, বিজয় রাজ ও অম্রুতা সুভাষ।

Bootstrap Image Preview