Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাবিতে টিম অলিকের তৈরি অ্যাপ প্রদর্শনী সম্পন্ন

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:১৪ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:১৪ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সংগঠন ক্যাম-সাস্ট'র উদ্যোগে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে চাঁদ দেখানো অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটি। প্রদর্শনীতে দর্শকদের ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে চাঁদ দেখানো হয়। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠানটি প্রায় দেড়শ দর্শক উপভোগ করেন।

নাসার স্পেস অ্যাপ চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া 'টিম অলিক' যে অ্যাপটি তৈরি করেছে মূলত তারই প্রদর্শনী হয় এই অনুষ্ঠানে। দর্শকরা চাঁদের অরবিট থেকে চাঁদকে দেখাসহ সূর্যগ্রহণ উপভোগ করেন এবং চাঁদের পৃষ্ঠ ঘুরে দেখার সুযোগ পান।

এ ছাড়াও বিকাল ৩টায় টিম অলিকের টিম মেম্বারদের নিয়ে টকশো অনুষ্ঠিত হয়। সেখানে তারা তাদের কাজের অনুপ্রেরণা, ভবিষ্যৎ পরিকল্পনা ও যারা এরকম প্রতিযোগিতায় ভবিষ্যতে অংশ নিতে চায় তাদের জন্য দিক নির্দেশনামূলক আলোচনা করেন।

Bootstrap Image Preview