Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অগ্নিকান্ড স্থল থেকে শিশুর পোড়া হাত উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩১ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


হঠাৎ সর্বগ্রাসী আগুনে লণ্ডভণ্ড হয়েছে রাজধানী চকবাজারের চুড়িহাট্টা এলাকা। পুড়েছে ভবন, হোটেল, ব্যবসা-প্রতিষ্ঠান ও গাড়ি-ঘোড়াসহ জ্যান্ত মানুষ। গতকাল বৃহস্পতিবার অভিযান সমাপ্ত ঘোষণা পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী ৬৭ জনের মরদেহ উদ্ধারের কথা বলা হয়েছ। যদিও বেসরকারি হিসাবে ৮১ জনের কথা বলা হয়েছে। এ ছাড়া বেশ কিছু লোক দগ্ধ হয়েছেন ওই ঘটনায়।

এদিকে, আজ শুক্রবার আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের নিচ থেকে এক শিশুর পোড়া হাত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুর হাতটি উদ্ধার করা হয়।

সেখানে উপস্থিত ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শাহজাহান সিকদার বলেন, মানবদেহের এ অংশটিকে আমরা কোনো শিশুর হাত হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করতে পেরেছি।

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টায় গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে মরণঘাতি আগুনের সূত্রপাত হয়। যদিও আগুনের সূত্রপাত নিয়ে নানাজনের নানা মত রয়েছে।

Bootstrap Image Preview