Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিজিবি’র বিরুদ্ধে হরিপুর গ্রামবাসীর আদালতে মামলা দায়ের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫৪ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় বিজিবির বিরুদ্ধে থানায় মামলা না নেওয়ায় অবশেষে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন গ্রামবাসী। গত বুধবার হরিপুর আমলী আদালতের বিচারক ফারহানা খানের আদালতে মামলার অভিযোগপত্রটি জমা দেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মানিক।

মামলায় ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদসহ বিজিবির ৬ সদস্যের নাম উল্লেখসহ আরো কয়েকজনকে অজ্ঞাত আসামি করে নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, সাদেকের ভাই বাসেদ ও শিশু জয়নালের বাবা নুর ইসলাম বাদী হয়ে আলাদা ৩টি মামলার অভিযোগপত্র দাখিল করেন।

থানায় মামলা গ্রহণ না করায় আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদীরা।

গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরামপুর গ্রামে গরু জব্দকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিজিবির গুলিতে ৩ জন নিহত হন।

Bootstrap Image Preview