Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ফের গ্যাসের লাইন লিকেজ, ম্যানহোলে বিষ্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১৭ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর মোহাম্মদপুরে গ্যাসের লাইন লিকেজ হয়ে স্যুয়রেজের লাইনে গ্যাস ঢুকে ওভারলোড হয়ে ম্যানহোলের বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিটে কাদেরাবাদ হাউজিং এর ২ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

প্রাথমিক অবস্থায় অনেকেই ব্যাপারটি বুঝতে না পেরে বিষ্ফোরণস্থল অনুসন্ধান করতে থাকে। তারপর বিষ্ফোরণস্থলে গিয়ে জানা যায়, গ্যাসের লাইন লিকেজ হয়ে গ্যাস বেরিয়ে স্যুয়রেজের লাইনে ঢুকে ওভারলোড হয়ে ম্যানহোলের বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী মিলন পাঠান বলেন, ঘটনাটি আমার বাসার সামনে। প্রথমে আমরা বুঝতে পারিনি তবে বিষ্ফোরণের পর খোঁজ নিয়ে জানতে পেরেছি গ্যাসের লাইন লিকেজ হয়ে গ্যাস বেরিয়ে স্যুয়রেজের লাইনে ঢুকে ওভারলোড হয়ে ম্যানহোলের স্ল্যাব ব্লাস্ট হয়েছে।এখন গ্যাস লাইন মেরামতের কাজ চলছে।

এমন বিষ্ফোরণের ঘটনায় কাদেরাবাদ হাউজিং এর বাসিন্দা কাজী তাহমিনা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ধারণা এ ধরণের নানারকম বিপদ, বিস্ফোরণ, দুর্ঘটনার সবে শুরু। এই এলাকায় বিগত সাড়ে ছয় বছরে অন্তত ছয়বার রাস্তাঘাট কেটেকুটে, নানা ঢঙে নানা রকম উন্নয়ন কাজ করা হয়েছে। একই এলাকায় প্রতি রাস্তায় বছরে দুইবার করে এতো উন্নয়নমূলক কাটাকাটি, ঘাটাঘাটি, টাকা লোপাটের মহামারী আর কোথায় কোথায় হয়, আমার জানা নাই।

ঘটনার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্যাস লাইন ফেটে তীব্র বেগে গ্যাস বের হচ্ছে।একটুখানি স্ফুলিঙ্গ, এমনকি ফেলে দেয়া সিগারেটের আধনিভু একটা টুকরা থেকেও যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

Bootstrap Image Preview